রাশিদুজ্জামান ।। গত ১৬ ডিসেম্বর’২০ বিকেলে মীরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সলিমপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ফুটবল টুর্নামেন্ট’র চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। খেলা উদ্ভোদন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। এ সময় উপস্থিত ছিলেন সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসনের প্রধান নির্বাহী ও ভারপ্রাপ্ত সম্পাদক ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে পুরষ্কার বিতরণ করেন বিশেষ অতিথি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য শিল্পপতি জালাল উদ্দীন তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতীয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের মেম্বরবৃন্দ, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী,মোহাম্মাদ আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস বিশ্বাস, আব্দুল গফুর সরদার, আব্দুর রহিম মালিথা, জহুরুল ইসলাম মালিথা, বাদশা আলম বিশ্বাস, সলিমপুর ইউনিয়ন পরিষদের সহকারী সচিব ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার কর্মকর্তা শিহাব সুমন (সুমন আহম্মেদ)। সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। ম্যাচ পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন। চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ঈশ্বরদীর বাংলার জয় ক্রীড়া চক্র। রানার্সআপ হয়েছে ভেড়ামারা জুভেন্টাস। ধারা বর্ণনায় ছিলেন মোঃ আইনুল ইসলাম, মোঃ সরোয়ার এবং সাইদুর রহমান সৌরভ। রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আবু আরিফ ও সহকারী রেফারি হিসেবে ছিলেন ফজলে মাহমুদ এবং সেন্টু। বাংলার জয় ক্রীড়া চক্রের পক্ষে জয় সূচক একমাত্র গোল করে শান্ত। প্রচুর সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করে।