এসএম দীপ্ত।। খোদ আর্জেন্টিনা ব্যাতীত সারাবিশ্বে একমাত্র বাংলাদেশই আর্জেন্টিনার সবচেয়ে বড় সাপোর্টার। একথা খোদ আর্জেন্টিনা নিজেই স্বীকার করেছে। আর এই বিষয়টি কথায় নয় কাজেই প্রমান করেছে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকরা। গতকাল ৩ ডিসেম্বর’২২ দিবাগত মধ্যরাতে এবারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া খেলার পূর্ব মূহুর্তে সারা দেশেই আর্জেন্টিনার সমর্থকরা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে তারা খেলাটি উপভোগ করেছে। অন্যদের মতো ঈশ্বরদীর পৌর এলাকার সাঁড়া গোপালপুর ইরকোণ গেট এলাকার যুব সম্প্রদায় এই উপলক্ষে বড় পর্দায় খেলা দেখানো, আতশবাজি ও নৈশভোজের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এম.এ. রউফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। এছাড়াও গুরুজীর সফরসঙ্গী হিসেবে আমন্ত্রিত হয়ে উপস্থিত হন ডিডিপি নিউজ ২৪ ডটকম’র সম্পাদক ও সাপ্তাহিক জংসনের সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম দীপ্ত, সাপ্তাহিক জংসন, ডিডিপি নিউজ ২৪ ডটকম ও স্টাফ ফটো সাংবাদিক সুবল কুমার পাল ও ব্যবসায়ী এবং সাংস্কৃতিককর্মী আব্দুর রাজ্জাক। আয়োজনে ছিলেন রাব্বি, শাহীন, রিংকু, আশিক, মিলন, রাকিব, সুলতান প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় ইন্সপেক্টর এম.এ. রউফ বলেন—– খেলা দেখবেন আনন্দ করবেন কিন্তু কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজর রাখবেন।
বিশেষ অতিথির বক্তৃতায় গুরুজী এস এম রাজা বলেন—– আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা একই প্যান্ডেলের নিচে বসে খেলা দেখছেন আবার একই হাড়িতে রান্না করা খাবার খাইছেন এটা শুভ লক্ষণ। আলাদা আলাদা দলকে সমর্থন করার অর্থ এই নয় যে সংঘাত সংঘর্ষে লিপ্ত হতে হবে। তিনি সম্প্রীতি বজায় রেখে খেলা উপভোগ করার আহ্বান জানান।
পরে আতশবাজি ও নৈশভোজের মাধ্যমে খেলা উপভোগ শুরু হয়।