এম এন সরদার ও মুনমুন আক্তার।।
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় আজ ১৫ আগস্ট’২১ সারাদেশের ন্যায় ঈশ্বরদীতেও পালিত হলো জাতীয় শোক দিবস।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে সরকারী, বেসরকারী,শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন,জাতীয় ও শোক পতাকা উত্তোলন, আলোচনা ও বিশেষ দোয়ার মাহফিল। সকালে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সরকারী, আধা-সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহ, উপজেলা পরিষদ ও প্রশাসন, থানা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচী পালন করে।
সকাল ৭ টায় আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাম্মাদ রশিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেসুর রহমান মিন্টু, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইচ চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহবায়ক মুদার মালিথা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজীব মালিথা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস প্রমূখ পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে, ঈশ্বরদী উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস সহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস বক্তৃতা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিএম ইমরুল কায়েস।