ঈশ্বরদীর মুখ উজ্জল করলো রূপপুর উচ্চ বিদ্যালয় ফুটবল টিম
মাসুদ রানা।। রূপপুর উচ্চ বিদ্যালয় ফুটবল টিম পাবনা জেলার ৯টি উপজেলাকে পেছনে ফেলে পাবনা জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা /২২ এ ফুটবল ইভেন্টে রূপপুর উচ্চ বিদ্যালয় ফুটবল টিম অংশগ্রহন করে প্রথমে উপজেলা পর্যায়ে ৩৪টি বিদ্যালয় কে পেছনে উপজেলা চ্যাম্পিয়ন হয় এরপর জেলা পর্যায়ে প্রথম খেলায় সুজানগর উপজেলা কে ৩-১গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তির্ণ হয়। সেমিফাইনালে পাবনা সদর উপজেলার পাবনা জেলা স্কুলে ট্রাইবেকারে পরাজিত করে ফাফাইনালে উত্তীর্ণ হয় এবং ফাইনাল খেলায় চাটমোহর উপজেলার ফৈলজান দ্বিমূখি উচ্চ বিদ্যালয় ফুটবল টিমকে ২-০ গোলে পরাজিত করে প্রথম বারের মত জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাবনা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার (আইসিটি) উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও আয়োজক কমিটির সভাপতি জনাব আব্দুল জব্বার,রূপপুর উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হাবিবুল ইসলাম অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সেহেলী আক্তার,সহকারী প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা,ক্রীড়া শিক্ষক মোঃ ইয়াছিন আলী,সহকারী শিক্ষক আমান উল্লাহ, নাজিম প্রমুখ,টিম ম্যানাজারের দ্বায়িত্ব ছিলন সচিব রানা সজল। এদিকে ঈশ্বরদী প্রেসক্লাব সাপ্তাহিক জংশন ও ডিডিপির পক্ষ থেকে প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংশন সম্পাদক ওডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার ও শিল্পী সুফি সাধক গুরুজী এসএম রাজা রুপপুর উচ্চ বিদ্যালয় কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।