ঈশ্বরদীর ৩ অবৈধ ইটভাটায় অভিযান ॥ ২ লাখ টাকা জরিমানা আদায়
ঈশ্বরদী (পাবনা)সংবাদদাতা।।
ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুরে অবৈধ ৩ ইটভাটায় যৌথভাবে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৩ জানুয়ারি’২৫) দুপুরে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান এই অভিযান পরিচালনা করেন।
জরিমানাকৃত ইটভাটাগুলো হলো দাদাপুর এলাকার মন্টু বিশ্বাসের মালিকানাধীন এমএমবি ইটভাটাকে ১ লাখ টাকা, একই এলাকার রঞ্জু মল্লিকের মালিকানাধীন এসএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা ও হেলাল উদ্দিনের মালিকানাধীন বিএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান জানান, ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো ও পরিবেশ বিনষ্ট করার অপরাধ করে আসছিল। তাই তিন ইটভাটায় অভিযান চালিয়ে ইটপ্রস্তত ও ভাটা প্রস্তুত স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় জরিমানা করে নগদ আদায় করা হয়।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর পাবনা, ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং ঈশ্বরদী থানা পুলিশ নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসেন খান।
উল্লেখ্য, ঈশ্বরদী উপজেলায় ইট ভাটা রয়েছে মোট ৫৩ টি।