ঈশ্বরদীর নবীনগরে পদ্মা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।।
আজ ৩১ অক্টোবর’২৪ দুপুরে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মুন্না হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের জিয়া হোসেনের ছেলে এবং সলিমপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মুন্না আনুমানিক দুপুর ১ টার দিকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি থেকে নবীনগরে নদীর তীরবর্তী এলাকায় ঘাস কাটতে যায়। ঘাস কাটার এক পর্যায়ে সে পাড়ে সাইকেল রেখে নদীতে গোসল করতে নামে ।এসময় সাঁতার না জানাই সে নদীর প্রচন্ড শ্রোতে গভীর পানিতে তলিয়ে যায়। নদী পাড়ে থাকা কয়কজন কয়েকজন যুবক ঘটনাটি বুঝতে পেরে নদীতে নেমে মুন্নাকে খুঁজতে থাকে। প্রায় দেড় ঘন্টা পর তারা মৃত অবস্থায় মুন্নার লাশ উদ্ধার করে।
এদিকে মুন্নার অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।