রাজশাহী বিভাগে সেরা পাবনা জেলা পুলিশ
জংশন রিপোর্ট।।
রাজশাহী রেঞ্জের অধীনে থাকা আটটি জেলার মধ্যে সামগ্রিক পারফরম্যান্সে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ডিসেম্বর মাসের সেরা জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পাবনা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই গৌরবময় অর্জন লাভ করে জেলা পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর মাসের অপরাধ চিত্র ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ শেষে পাবনা জেলাকে প্রথম স্থান ঘোষণা করেন রাজশাহী রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়। এ সময় পাবনা জেলার পক্ষে সম্মাননা ও শ্রেষ্ঠত্বের ক্রেস্ট গ্রহণ করেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।
এই সাফল্যের পেছনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনূর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)-এর নিবিড় তত্ত্বাবধান, কৌশলগত পরিকল্পনা ও ধারাবাহিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মাদকবিরোধী অভিযান এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে জেলা পুলিশের কার্যকর পদক্ষেপ এই স্বীকৃতিকে আরও মর্যাদাপূর্ণ করেছে।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি ব্যক্তিগত কর্মদক্ষতার ভিত্তিতে পাবনা জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন
শ্রেষ্ঠ অফিসার (সামগ্রিক):
পাবনা ডিবি পুলিশের এসআই (নিঃ) অসিত কুমার বসাক। ভাঙ্গুড়া থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে সাহসী ও দক্ষ ভূমিকা পালনের জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন।
মামলার রহস্য উদঘাটন ও উদ্ধার:
চাঞ্চল্যকর স্কুল ড্রেস ও শিক্ষা সরঞ্জাম চুরি মামলার রহস্য স্বল্প সময়ে উদঘাটন এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত হন এসআই (নিঃ) বিজন সরকার।
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অসামান্য পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পান
এসআই (নিঃ) বেনু রায় (পিপিএম)
এসআই (নিঃ) অসিত কুমার বসাক
এসআই (নিঃ) মোঃ লতিফর রহমান (ঈশ্বরদী থানা)
পর্যালোচনায় উঠে আসে, ডিসেম্বর মাসে পাবনা জেলা পুলিশ ডাকাতি, খুন ও চুরির মতো গুরুতর অপরাধের রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্যএ অর্জন করেছে। পাশাপাশি বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রেখেছে।
এই সাফল্যের কৃতিত্ব জেলার প্রতিটি স্তরের পুলিশ সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের ফল বলে উল্লেখ করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। তিনি বলেন “এই অর্জন আমাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমুক্ত পাবনা গড়তে এই স্বীকৃতি আমাদের সকল সদস্যকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
এই অর্জনের মধ্য দিয়ে রাজশাহী রেঞ্জে পাবনা জেলা পুলিশ আবারও প্রমাণ করলো—দক্ষ নেতৃত্ব, সমন্বিত উদ্যোগ ও সাহসী কর্মতৎপরতার মাধ্যমেই আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব।