ঈশ্বরদীতে মাদক কারবার চক্রের মূল হোতাসহ ডিলার গ্রেফতার, ২’শ পিচ ইয়াবা উদ্ধার
প্রেসবিজ্ঞপ্তি।।
ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ি পুলিশ সদস্যরা মাদক দ্রব্য কারবার চক্রের মূল হোতাসহ স্থানীয় ডিলার গ্রেফতার করে ২০০(দুইশত) পিচ ইয়াবা উদ্ধার করেছে।
স্থানীয় মাদকচক্রের মূল হোতা একজন মাদক কারবারি কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা এনে পাকশী এলাকাসহ বিভিন্ন এলাকায় স্থানীয় ডিলারদের সাপ্লাই দিচ্ছে মর্মে গোপন সংবাদ প্রাপ্তির পর পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মহোদয় এবং অফিসার ইনচার্জ ঈশ্বরদী মহোদয়ের তত্ত্বাবধায়নে, ইনচার্জ পাকশী পুলিশ ফাঁড়ির নেতৃত্বে পাকশী পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম সহ একটি চৌকস টিম গোপন সোর্স ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১২/১/২০২৬ রাত্রি ২২.২৫ ঘটিকায় ঈশ্বরদী থানাধীন পূর্ব টেংরি সাকিনস্থ্য আরজু মার্কেট সংলগ্ন উত্তরা আবাসিক হোটেলের সিঁড়ির সামনে হতে আসামি ১. আজগর (৩৮), পিতা- মোঃ মোফাজ্জল সরকার, সাং- দেওয়ানকান্দি (সরকার বাড়ি), থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ কে আটক করা হয়, অপর একজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামি আজগরের দেহ তল্লাশি করে তার নিকট হতে ২০০ (দুইশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক মামলা রুজু করা হয়। আটক আসামী আজগরকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাড়ি মুন্সিগঞ্জ । সে ঈশ্বরদী সহ পাবনার বিভিন্ন এলাকায় মোবাইল এক্সেসরিজ এর ব্যবসার আড়ালে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে ঈশ্বরদী শহরে উত্তরা আবাসিক হোটেলে অবস্থান করে স্থানীয় ইয়াবা ডিলার পলাতক আসামি মোঃ জুয়েল (২৮), পিতা- মোঃ কামাল কাজী,সাং-পাকশী হঠাৎ পাড়া, থানা ঈশ্বরদী, জেলা পাবনাসহ পাকশী এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ভাবে ইয়াবা বিক্রয় করত। পরবর্তীতে ধৃত আসামীর মোবাইল ফোনে ইমো, হোয়াটসঅ্যাপে পলাতক আসামির ভয়েস এসএমএস এবং তাদের কথোপথনের এসএমএস ও মোবাইল কললিস্টের মাধ্যমে পলাতক আসামির সম্পৃক্ততা নিশ্চিত হয়ে ধৃত আসামী আজগরের সহযোগী আসামি স্থানীয় ইয়াবা ডিলার জুয়েলকে ১৩/০১/২০২৬ খ্রিষ্টাব্দ রাত্রি ০৩.৪৫ ঘটিকায় পাকশী হঠাৎ পাড়া নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। উভয়কেই নিয়মিত মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করা হচ্ছে। এছাড়াও এই মাদকচক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।