ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
ঈশ্বরদীতে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পাবনা জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি’২৬) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচন হতে হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এবারের নির্বাচন আগের যেকোনো নির্বাচনের তুলনায় ব্যতিক্রম হবে। এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নেই—বার্তা একটাই, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, একটি কেন্দ্রেও যদি কোনো অনিয়ম বা সমস্যা সৃষ্টি হয়, তাহলে তার প্রভাব পুরো জেলার সুনামের ওপর পড়বে। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বিউল্লাহ মানিকসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা।
এছাড়া পাবনা জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখার একজন সহকারী কমিশনারও সভায় অংশগ্রহণ করেন।
এর আগে জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা ঈশ্বরদী উপজেলা ভূমি অফিস ও উপজেলার বহরপুর এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬