ঈশ্বরদীর প্রাণ কোম্পানিতে খাবার খেয়ে ৩০ শ্রমিক অসুস্থ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে অবস্থিত প্রাণ কোম্পানিতে খাবার খেয়ে একটি ফ্লোরের প্রায় ৩০ শ্রমিক অসুস্থ হয়েছেন। অসুস্থ শ্রমিকরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। শুক্রবার (০২ জানুয়ারি) সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
অসুস্থ শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দিনগত রাতে ঈশ্বরদী উপজেলার বড়ইচারা এলাকায় অবস্থিত প্রাণ কোম্পানির বঙ্গ মিলার্স লিমিটেডে অন্যান্য দিনের মত শ্রমিকদের রাতের খাবার সরবরাহ করা হয়। ওই খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই একটি ফ্লোরের প্রায় ৩০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক কোম্পানির অভ্যন্তরের আবাসিক মেডিকেল অফিসার দ্বারা তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কোম্পানির গাড়িতে করে গুরুতর অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, ডায়রিয়া, পেট ব্যথা ও মাথা ব্যাথা উপসর্গ নিয়ে প্রায় ৩০ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৬ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং প্রায় ৮-১০ জন রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি চলে গেছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিব কুলসুম জানান, গতকাল রাত থেকে বেশ কিছু শ্রমিক মাথা ব্যথা, পেট ব্যথা ও ডায়রিয়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে অথবা পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে তারা অসুস্থ হয়েছেন। তবে এখন সকলেই আশঙ্কামুক্ত রয়েছেন।
এ ব্যাপারে প্রাণ কোম্পানি ঈশ্বরদী (বড়ইচারা) শাখার এডমিন শিহাব উদ্দিন জানান, সঠিক কি কারনে শ্রমিকরা অসুস্থ হয়েছে তা এখনো জানা যায় নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি তারা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়েছে। অসুস্থদের অনেককেই আমাদের কোম্পানির অভ্যন্তরে চিকিৎসা দেওয়া হয়েছে, বাকিরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছে।