নাটোরে বাবার হাতে ছেলে খুন
নাটোর জেলা সংবাদদাতা।।
নাটোরের সিংড়ায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম (৩০) নামে এক মাদকাসক্ত নিহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপরাধী বাবা শহীদ আলী পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা চেয়ে প্রায়ই বাবা-মায়ের সাথে খারাপ ব্যবহার করতেন। দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি চলছিল। শনিবার বিকেল থেকে বাবা-ছেলের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়, যা রাত পর্যন্ত অব্যাহত ছিল। এক পর্যায়ে রাগের বশে বাবা শহীদ আলী তার ছেলের ঘাড়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, মাদকের টাকা নিয়ে শরিফুল প্রায়শই তার পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করত। বিষয়টি নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনও সমাধান হয়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শহীদ আলী পলাতক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।