স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদীতে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় রবি মৌসুমে মৌরী প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪ ঘটিকায় উপজেলার পৌরসভাস্থ ইস্তা এলাকায় এ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষকদের মৌরী চাষে উদ্বুদ্ধ করা হয় এবং ফসলের ফলন যাতে ভালো পায় কৃষকদের সেই পরামর্শ প্রদান করেন কৃষি অফিসাররা।
ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর’র অফিসার মিতা সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর পাবনা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ফারুক হোসেন, উপ-পরিচালক টেবুনিয়া হর্টিকালচার পাবনা, মোঃ রোকনুজ্জামান উপ-পরিচালক (শস্য) খামারবাড়ি পাবনা, মাহমুদা মোতমাইন্না অতিরিক্ত কৃষি অফিসার ঈশ্বরদী, মুস্তাফিজুর রহমান উপসহকারী কৃষি অফিসার ও মৌরী চাষী আদম।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুজন কুমার উপসহকারী কৃষি অফিসার ঈশ্বরদী, কৃষি সম্প্রসারণ অফিসার প্রহল্লাদ কুমার কুন্ডু ঈশ্বরদী, এখলাছুুর রহমান উদ্ভিদ সংরক্ষণ অফিসার ঈশ্বরদী, বিএম সানাউল্লাহ সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ঈশ্বরদী, মুস্তাফিজুর রহমান কৃষি সম্প্রসারণ অফিসার , আনিসুর রহমান ফসল (মৌরী)সহ অনেক কৃষক কৃষাণী ।