ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আরও ৩ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মিছিলে হামলা ও গুলি বর্ষন করার পৃথক মামলায় ঈশ্বরদী থানা পুলিশ ও র্যাব আরও ৩ জনকে গ্রেফতার করেছে।
গত ১ অক্টোবর’২৪ রাতে অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা পুলিশ মুলাডুলি ইউনিয়নের বহর গ্রামের আক্কাস আলীর ছেলে আরিফুল ইসলাম আলিম, পাকশী ইউনিয়নের বাঘইলের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুস ছালামকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। অন্যদিকে একই দিন রাতে র্যাব-১২ সদস্যরা দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়ার ওসমান প্রামানিকের ছেলে সুজন হোসেনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম আলিম ওরফে হাঁসুয়া আলিম যুবলীগ কর্মী, ছালাম সাবেক শ্রমিক লীগ নেতা ও সুজন আওয়ামী লীগ কর্মী।
উপরোক্ত ব্যাক্তিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম।
গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট’২৪ ঈশ্বরদীর কাচারি পাড়া ও দাশুড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে এবং মারপিটে আহত হয়। এঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।
এপর্যন্ত ঐ হামলা মামলায় মোট ৯ জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী গ্রেফতার হলো।