শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

ঈশ্বরদীর গোপালপুরে কিশোরীর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা,পুলিশকে না জানিয়ে দাফনের চেষ্টা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীর গোপালপুরে কিশোরীর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা,পুলিশকে না জানিয়ে দাফনের চেষ্টা
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে আমেনা আক্তার আলফি (১১) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝুলন্ত অবস্থায় আলফির লাশ পেয়েছে পরিবারের সদস্যরা।কিন্তু আত্মহত্যারপর আলফিকে তার পরিবার কর্তৃক মানুষিক রোগী বলে জাহির করা এবং পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাপনের চেষ্টা করা সন্দেহজনক বলে মন্তব্য করেছেন শিক্ষক এবং প্রতিবেশীরা। কিশোরীর এ মৃত্যু নিয়ে এলাকার মানুষের মধ্যে নানাবিধ প্রশ্ন ও ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ লা অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে ঐ কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম শহীদ।
মৃত আমেনা আক্তার আলফি ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর এলাকার মো: আলমগীর হোসেন এবং নিলুফা ইয়াসমিন দম্পতির প্রথম সন্তান এবং আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।

নিহতের পরিবার এবং থানা সূত্রে জানাযায়, ঘটনার দিন সন্ধ্যা সোয়া ৬ টারদিকে নিহত আলফিকে তার শয়ন কক্ষের বাঁশের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেন তার মা নিলুফা ইয়াসমিন। মেয়েকে ঝুলতে দেখে নিলুফা ইয়াসমিন চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ঝুলন্ত আলফিকে নীচে নামায়। সে সময় আলফি জীবিত আছে ভেবে তাকে দ্রুত পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলফিকে মৃত ঘোষণা করলে স্বজনরা চুপিসারে মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন এবং বাড়িতে ফিরে প্রসাশনকে অবহিত না করেই দ্রুত লাশ দাফনের প্রক্রিয়া শুরু করেন।

এদিকে পুলিশ প্রসাশনকে না জানিয়ে লাশ দাফন করা হচ্ছে মর্মে খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ এবং এস আই সেলিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দাফন প্রক্রিয়া বন্ধকরে দেন এবং ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে লাশ পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।
নিহতের চাচা ইপিজেড কর্মী আলী রাজ বলেন, কাজ থেকে বাড়ীতে ফিরে গোসলের সময় হঠাৎ ভাবীর চিৎকার শুনতে পাই। দ্রুত ছুটে গিয়ে দেখি ঝুলন্ত আলফিকে নামানোর আপ্রান চেষ্টা করছে ভাবি। আলফির ঝুলন্ত দেহটি নামিয়ে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আলফির মা নিলুফা ইয়াসমিন এবং চাচা আলী রাজ উভয়ই আলফির মৃত্যুর কারন হিসেবে তার মানষিক সমস্যার কারন জানালেও মানষিক চিকিৎসার কোন প্রকার তথ্য প্রমান দেখাতে পারেননি তারা। তারা কবিরাজ দিয়ে চিকিৎসার কথা বললেও কবিরাজের নাম ও ঠিকানা বলতে পারেননি।

আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্বর্ণা খাতুন এবং আলফির শ্রেনী শিক্ষক সালেহা খাতুন বলেন, আলফি অত্যন্ত শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিলেন। নম্র এবং ভদ্রতায়ও ছিলেন অতুলনীয়। তবে আমরা তার মানুষিক কোন সমস্যা কোনদিন দেখতে পাইনি।
নাম প্রকাশ না করার শর্তে আলফির এক প্রতিবেশী বলেন, আলফি মরার পর তার পরিবারের লোকজন হঠাৎ করে কেন পাগল বলছে সেটা আমরা বুঝতে পারছি না। সে খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিলো। সে আত্মহত্যা করতে পারে সেটা আমাদের বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। তবে আলফি যখন গলায় দড়িদেয় তখন তাদের বাড়ি পুরোটাই ফাঁকা ছিলো। আসলে তার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, মৃত আলফির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!