এম এন সরদার ও মুনমুন আক্তার।। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেছেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা পেশাদারীত্ব ও মানবিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। গত ৪ নভেম্বর’২০ পাবনা পুলিশ লাইন্স রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বাৎসরিক পরিদর্শনে এসে পাবনা জেলার পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় উপোরক্ত কথাগুলো বলেন।
তিনি নির্দেশ প্রদান করে বলেন, দায়িত্ব পালনের সময় প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, জনগণের প্রতি সেবার মনোভাব, বিজ্ঞচিত আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান, সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাসীর উদ্দিন, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মহাম্মাদ সিদ্দিক, চাটমহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদ্দৌজা, আতাইকুলা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, বেড়া থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম, আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন, সাথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় ডিআইজি আব্দুল বাতেন আরও বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে শৃঙ্খলার ক্ষেত্রে কঠোর এবং মানব কল্যানে উদার মনোভাব দেখাতে হবে। তিনি পুলিশ লাইন মাঠে প্যারেড পরিদর্শন ও তাকে দেয়া সম্মাননা স্মারক গ্রহণ করেন।