বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি লাভে ঈশ্বরদীতে আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার ।। দীর্ঘ কারাভোগের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ায় ঈশ্বরদীতে আনন্দ মিছিল বের করা হয়েছে।
আজ বুধবার ( ৭ আগষ্ট’২৪) দুপুরে স্থানীয় বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। মিছিলে ছাত্রছাত্রীরাও অংশ নেয়।
স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অংসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে গতকাল দুপুর ১২টার দিকে শহরের রেলগেট দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। সেখান থেকে ঈশ্বরদী-পাবনা সড়ক হয়ে পোষ্ট অফিস ঘুরে হাসপাতাল সড়কে যায়। পরে মিছিলটি হাসপাতাল সড়ক থেকে কলেজ রোড, স্টেশন সড়ক ঘুরে পুনরায় রেলগেট দলীয় কার্যালয়ে ফিরে পথসভার মধ্যদিয়ে আনন্দ মিছিল শেষ হয়।
মিছিল শেষে পথসভায় বক্তারা শেখ হাসিনার ট্রেন বহরে হামলা-মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ৪৭ জন নেতাকর্মীর মুক্তি দাবি করেন।
বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ।
এর আগে শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমেবেত হয়। দুপুর ১২টার আগে রেলগেট ট্রাফিক মোড় এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ১২টার দিকে আনন্দ মিছিল শুরু হয়। এ সময় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক ফিরোজ, আমিনুর রহমান স্বপন, ছাত্রদল নেতা সোনামণি, যুবদল নেতা সাজেদুজ্জামান জিতু, রাশেদুল ইসলাম রিপন, আক্তার হোসেন নিফা, জাহাঙ্গীর আলম, সেলিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রহমান নান্টু, মাহমুদুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।