রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মোড়ে অবৈধ দোকান উচ্ছেদ করলো থানা পুলিশ
স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতেে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রধান ফটক সংলগ্ন রূপপুর মোড়ে অস্থায়ীভাবে স্থাপিত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে পাবনা পুলিশ সুপার মোঃ আঃ আহাদের নির্দেশে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে দোকানগুলো উচ্ছেদ করা হয়।
স্থানীয় ও রূপপুর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, ক্ষমতাসিন কতিপয় ব্যক্তি রূপপুর মোড়ে অবৈধভাবে দোকান তুলে ভাড়া উত্তোলনসহ চাঁদাবাজি করে আসছিল। দোকানগুলোর সামনে রাখা হতো বিভিন্ন ধরণের পরিবহন। সেখান থেকেও নেওয়া হতো চাঁদা। দোকানের মালামাল ও যানবাহনগুলো সড়ক দখল করে অবস্থান করায় তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরর্ত শ্রমিকসহ প্রকল্পের মালামাল নিয়ে আসা ভারী পরিবহনগুলো চলাচল করতে বিঘ্ন ঘটতো । এই কারনে অস্থায়ীভাবে গড়ে তোলা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অস্থায়ীভাবে গড়ে তোলা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে রাস্তায় জায়গা দখল করে গড়ে তোলা দোকানগুলো উচ্ছেদ করে রাস্তা ফাঁকা করে যানজট নিরশন করা হবে। একই সঙ্গে নতুন করে যেন কেউ রূপপুর মোড়ে রাস্তায় জায়গা দখল করে দোকান নির্মাণ করতে না পারে সেদিকেও নজর রাখা হবে।