সাইফ মুনতাসির।। গত বৃহস্পতি বার দিনব্যাপী ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালিত হয়েছে । ইউটিউব চ্যানেল গ্রীন প্রোডাকশন, মন রঙিন ভিডিও এন্ড সাজ ঘর, মাধবী জুয়েলার্স ও রহিমা হার্ডওয়ার্ড এন্ড ইলেক্টনিক’র সার্বিক সহযোগীতায় ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাব এই কর্মসূচির আয়োজন করে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রায় ৩ শ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে দেয়া হয়। ঈশ্বরদী ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাতা সাদেকুল শিমুল সহ ১০ জন সদস্য দিনব্যাপী এ’কার্যক্রমে অংশগ্রহণ করে। কার্যক্রম পরিচালনা করেন মেহেদী হাসান সোহাগ।