ঈশ্বরদীতে “বাংলাদেশ ৭১ হাসপাতাল” নামে অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধন
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে “বাংলাদেশ ৭১ হাসপাতাল” নামে অত্যাধুনিক মানের একটি হাসপাতাল এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের শেরশাহ রোড়ের হান্নানের মোড়স্থ রহমান প্যালেসে হাসপাতালটির জাঁকজমকপূর্ণ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলি মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতাল এর পরিচালক মো. সোহানুর রহমান সোহান, ডা. জিহাদ হোসাইন, মো. মোবারক হোসেন মহন, মো. সাইদুল ইসলাম, মো. শাহ আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ।
অতিথিবৃন্দ ফিতা কেটে উদ্বোধনের পর হাসপাতালটির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরদী শেরশাহ রোড়স্থ কোবা মসজিদের ইমাম।
হাসপাতালের পরিচালক সোহানুর রহমান সোহান জানান, বাংলাদেশ ৭১ হাসপাতালটি ঈশ্বরদী উপজেলার মধ্যে অত্যাধুনিক মানের একটি হাসপাতাল। এটির বিশেষত্ব হলো- হাসপাতালটিতে নরমাল ডেলিভারির জন্য বিশেষ ব্যবস্থা, অপারেশন এর পরে বিশেষ পর্যবেক্ষণ রুম, অত্যাধুনিক মানের অপারেশন থিয়েটার, ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীকে সেবা প্রদান, প্রতিদিন ৪/৫ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত হাসপাতালে রোগী দেখা।
তিনি আরও জানান, সাশ্রয়ী মূল্যে যে কেউ এই হাসপাতাল থেকে সেবা নিতে পারবেন। বিদ্যুতের পাশাপাশি সার্বক্ষণিক জেনারেটর এর ব্যবস্থা এবং লিফট এর মাধ্যমে রোগী এবং তার স্বজনরা ওঠানামা করতে পারবেন। তিনি বলেন, ঈশ্বরদীর মধ্যে সেরা স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।