ঈশ্বরদীর লক্ষ্মিকুন্ডায় র্যাবের ঝটিকা অভিযান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২ জন আটক ১টি স্কেভেটর ও ৫টি ডামট্রাক জব্দ
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। গত ৪ মে’২৪ বিকেলে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মিকুন্ডা ইউনিয়নের বিলকেদা দাদাপুর এলাকায় র্যাব-১২ সিপিসি-২ এর একটি অভিযানিক দল পদ্মার শাখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২ জনকে গ্রেফতার করেছে।
এরা হলো বিলকেদার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন প্রামাণিকের ছেলে মোঃ জামিরুল ইসলাম (৪২), কামরুল প্রামাণিকের ছেলে রুমন হোসেন (১৯), বাবলু মালিথার ছেলে বাঁধন হোসেন (১৯), ঈশ্বরদী পৌর এলাকার ভেলুপাড়া গ্রামের নাজমুল হোসেনের ছেলে ঈমন ইসলাম (১৯), পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত নান্নু মালিথার ছেলে ইমরান মালিথা (২৯), ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে ফয়সাল হোসেন (৩২), সাহাপুরের মৃত আব্দুস সামাদ আলীর ছেলে শুভ (২৪), পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলার খায়রুল মোল্লার ছেলে মোহন মোল্লা (২৯), ঈশ্বরদী আলহাজ্ব মোড় এলাকার লিয়াকত আলীর ছেলে সিয়াম হোসেন (১৯), আটঘরিয়ার নাগদহ স্কুলপাড়ার ইব্রাহিমের ছেলে মাসুম (৩০), একই গ্রামের আকবরের ছেলে সাগর (১৯), পাবনা সদর উপজেলার মির্জাপুরের আলাউদ্দিনের ছেলে রমজান (২০)।
এদের কাছ থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও বালু বহন করা ৫টি ডামট্রাক জব্দ করা হয়েছে। র্যাব-১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান সুত্রে উপরোক্ত তথ্য নিশ্চিত হওয়া গেছে। দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করা হয় এবং গতকালও হচ্ছিলো মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এই অভিযান পরিচালনা করে উপরোক্ত ১২ জনকে গ্রেফতার ও উল্লেখিত মালামাল জব্দ করতে সক্ষম হয়।
এব্যাপারে ঈশ্বরদী থানায় র্যাবের মাধ্যমে একটি মামলা দায়ের ও জব্দকৃত মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।