ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
——–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৮ এপ্রিল’২৪ রাত আনুমানিক আড়াইটার সময় ঈশ্বরদী রেলওয়ে গেটের দক্ষিণ পাশে খুলনা থেকে পার্বতীপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। সে ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী জামতলার অনন্ত কুমার সাহা’র ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মৃত অঞ্জন গত দুই আড়াই বছর যাবৎ সিঙ্গাপুরে চাকরী করতেন। তার শারীরিক সমস্যা দেখা দেয়ায় ৩ মাসের ছুটি নিয়ে গত ১৬ এপ্রিল বাড়িতে ফিরে আসেন। ঘটনার কিছুক্ষণ আগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে অঞ্জন ঘর থেকে বাইরে বের হয়ে যায়। এরপর সে বাড়িতে আর ফেরেনি। সকালে লোকমুখে ট্রেনে কেটে মৃত্যুর খবরটি পরিবারের লোকজন জানতে পারে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অঞ্জনের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করেছি। সুরতহাল রিপোর্টে ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।