পাবনার ঈশ্বরদীতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ”প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঈশ্বরদী উপজেলা পরিষদস্থ শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এদিন সকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান উদ্বোধন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এই প্রদর্শনীতে সহযোগিতা করে।
ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌসী কাকলি, প্রানিসম্পদ উপ-পরিচালক ডাঃ রফিকুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টুসহ সহকারী প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তারা।
প্রাণিসম্পদ প্রর্দশনীতে মোট ৩৫টি স্টলে গরু, ছাগল, ভেড়া, গারোল, কবুতর , বিভিন্ন জাতের পাখি নিয়ে খামারিরা অংশগ্রহণ করে।
মেলা শেষে ১৫ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রাণীসম্পদ প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হোসাইন।