এম এন সরদার।। আজ ১৭ অক্টোবর’২০ সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিট ভিত্তিক জনসমাবেশ করেছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট। সকাল ১০টা থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে দেশের ৬ হাজার ৯ শ ১২ টি বিট পুলিশিং এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ঈশ্বরদীতেও পৌর ও ৭ টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ। সকালে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার , ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর সালাম খান, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতীয়া ফেরদৌস কাকলী প্রমূখ। সভাপতিত্ব করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাসির উদ্দীন। সমাবেশ সঞ্চালনা করেন ঈশ্বরদী থানার এস আই মাজিদুল ইসলাম । অন্যদিকে দাশুড়িয়া ,মুলাডুলি, সাঁড়া, পাকশী, লক্ষিকুন্ডা, সাহাপুর ও ছলিমপুর ইউনিয়নে একই ভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।