ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আইইপিজেডের দুই কর্মকর্তা নিহত, আহত-৩
স্টাফ রিপোর্টার।। আজ ২০ জানুয়ারি’২৪ সকালে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
নিহতরা হলেন ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫) ও পাবনা শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০)। নিহতরা ২ জনই ঈশ্বরদী ইপিজেডস্থ রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা। আহতরা হলো ঈশ্বরদীর সাঁড়া ঝাউদিয়ার আপিল উদ্দিনের ছেলে আতিয়ার (৩৩), আটঘরিয়া উপজেলার দেবত্তরের আবুল কাশেমের ছেলে আমিনুল ইসলাম (৪৪) ও পাবনা সদরের চরঘোষপুরের জামাল উদ্দিনের ছেলে আব্দুল কাদের।
ঈশ্বরদীস্থ পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার স্যান্যাল ও এস আই বেল্লাল হোসেন জানান, সকাল ৮ টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকা গামী যাত্রীবাহী বাস ও দাশুড়িয়া থেকে পাকশী গামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা উল্লেখিত দুজন ঘটনাস্থলেই নিহত হয়।
আহত হয় অপর ৩ জন। ঘন কুয়াশার কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
দূর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ’ব্যাপারে হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসের চালক ও হেল্পার পালিয়ে গেলেও বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে।