শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কবিতা সংসদ’র পুরষ্কার বিতরণী, মঞ্চ উদ্ভোধন, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
——————-
মুনমুন আক্তার।। বাংলাদেশ কবিতা সংসদের আয়োজনে ১৪ ডিসেম্বর’২৩ বিকেলে পাবনার গোপালপুর কাব্য নিকেতন সাহিত্য মঞ্চে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের প্রেরণাদানে শিক্ষামূলক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, মিলনায়তন উদ্বোধন, আলোচনা সভা, পদক বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাতাব বিশ্বাস গ্রিণসিটির চেয়ারম্যান অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন কলেজের অধ্যক্ষ কবি আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কালাম আজাদ, ওসাকার পরিচালক মাজহারুল ইসলাম, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহাবুব আলম, লেখক কবি ও সাংবাদিক ইকবাল দরগাই (ভারত), সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি-গুরুআশ্রমের চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, কুষ্টিয়া লালন একাডেমি ও রাজাপুর বইমেলা মেলার আজীবন দাতা সদস্য, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজী এস এম রাজা, কবি ও গবেষক ড. মনসুর আলম, ইছামতী নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি হাবিবুর রহমান।
অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন কবি আমিনুর রহমান খান, গীতা পাঠ করেন কবি মধুসূদন মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি জেবুন্নেছা ববিন ও ড. মনসুর আলম।
এ অনুষ্ঠানে সাহিত্য ও সংগীতে বিশেষ অবদান রাখায় কবি ও শিল্পী এস এম রাজাকে চারণ কবি রজনী কান্ত সেন সাহিত্য পদক ১৪৩০ প্রদান করা হয়। অনুরুপ ভাবে ভারতের কবি ও লেখক ইকবাল দরগাইকেও পদক প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কাব্য নিকেতন সাহিত্য মঞ্চ ও খোলাচোখ নামক ম্যাগাজিনের উদ্ভোধন ও মোড়ক উন্মোচন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, মাজহারুল ইসলাম, যাযাবর জিয়া ও উত্তম কুমার দাশ। কবিতা আবৃত্তি করেন কবি মমতাজ রোজ কলি, ড. মনসুর আলম, উত্তম কুমার দাশ, আবুল কালাম আজাদ প্রমুখ।
নৃত্য পরিবেশন করেন মানব মজুমদার, রিত্তিক কুমার সরকার, সানজিদা, রুকাইয়া ও পিউ। এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিশু ও মায়েদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সুধীজন উপস্থিত ছিলেন।