ঈশ্বরদীতে কুত্তা গাড়ির ধাক্কায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ড্রাইভার এর মৃত্যু
গত ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টা ৩০মিনিটের সময় ঈশ্বরদীর আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মামুন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন যাবত গাড়ির ড্রাইভার হিসেবে চাকরি করতেন। একটি জরুরী কাজেই ঈশ্বরদী রওনা হওয়ার পথে ঈশ্বরদী আলহাজ্ব মোড় নামক স্থানে কুত্তা গাড়িও অটোর সংঘর্ষ হয়।মামুনের গ্রামের বাড়ি রংপুর বলে জানা যায়। তিনি জয়নগর বাবুপাড়া বিশিষ্ট চাল ব্যবসায়ী মনসুর সরদারের বাসায় ভাড়া থাকতেন।
বৃহস্পতিবার সকালে রূপপুর থেকে একটি ব্যাটারি চালিত ইজি বাইক যাত্রী বোঝাই করে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আলহাজ্ব মোড়ে পৌঁছানো মাত্র অপর দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত কুত্তা গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী আহত হন। মামুনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।