দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে অবৈধ ও একতরফা আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। এ দাবিতে শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে দলটি।
গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনা ও দিলীপ রায়ের সভাপতিত্বে সমাবেশ হয়। এছাড়া সমাবেশে ছাত্রনেতা সালমান সিদ্দিকী, মিতু সরকারসহ গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার যে তফসিল ঘোষণা করেছে তা সম্পূর্ণ অবৈধ এবং একতরফা। এ তফসিল দেশের জনগণ মানে না। ফ্যাসিবাদী সরকারের একতরফাভাবে নির্বাচনের আয়োজন দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এর আগে এরশাদ, আইয়ুবরাও এভাবেই নির্বাচনের আয়োজন করেছিল। এ দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ তা প্রতিহত করেছে। আবারো প্রতিহত করা হবে।
তারা বলেন, একদিকে বর্তমান ফ্যাসিবাদী সরকারের উল্লাস, অপরদিকে শ্রমিকদের হাহাকার। আমরা দেখেছি, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি করে চারজন শ্রমিক নিহত হন। তারা শুধু শ্রমিক ছিলেন না, তারা মানুষও ছিলেন, এটা আমরা ভুলে গিয়েছি। অনেক ব্যাপারে অনেক আন্দোলন চলে। কই সেগুলোতে তো কোন গুলি চলে না। যখনই শ্রমিকরা তাদের দাবির কথা বলে, নাগরিকরা তাদের দাবির কথা বলে তখনই তাদের বুকে গুলি করা হয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদ আমরা কেন বলছি? একটা কারাগারেও তিনবেলা ঠিকমতো খাবার দেয়। কিন্তু এই দেশে তিনবেলা খাবার জন্যে কত কষ্ট ও সংগ্রাম করতে হয়।
সমাবেশ শেষে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।