পাবনা সংবাদদাতা।। পাবনা সদরের টেবুনিয়া রেল স্টেশন এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার রোজিনা খাতুন (৪০), একই এলাকার হালিমা বেগম (৩৫), নিপা খাতুন (২৫) ও রোহেলা বেগম (২২)।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ফাতেমা খাতুন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে টেবুনিয়া স্টেশনে নামেন। পরবর্তীতে তিনি ও তার স্বামীর বাড়ি যাওয়ার জন্য একটি ইজিবাইকে করে রওনা দেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছিনতাইকারী নারী সদস্যরা একই ইজি বাইকে উঠে পথিমধ্যে কৌশলে মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। ব্যাপারটি বুঝতে পেরে ফাতেমা খাতুন চিৎকার করলে স্থানীয়রা ওই চক্রের চার নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় যাত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটককৃতরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।