ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪
———–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৫ অক্টোবর’২৩ সকালে ঈশ্বরদী-লালপুর সড়কের সাঁড়া মারোয়াড়ী স্কুল এন্ড কলেজের নিকট ট্রাক-সিএনজি ও ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদীর জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও দক্ষিন লালপুরের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহত হয়েছেন সিএনজি চালক রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল (৩২) ও ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মন্ডলের ছেলে আব্দুল মালেক (৩০) ও অজ্ঞাতনামা ২ জন।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল ৬টার দিকে উল্লেখিত স্থানে যাত্রী বোঝাই সিএনজি, খড়ি বোঝাই পাওয়ার ট্রিলার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত সিএনজি চালক ও অন্য যাত্রীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মাহাবুল ও মালেককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অজ্ঞাতনামা অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘটনার পরপরই সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং দূর্ঘটনা কবলিত যানবাহনগুলো হেফাজতে নেয়া হয়েছে। এ’ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।