এম এন সরদার।। আজ ৮ অক্টোবর’২০ সকাল আনুমানিক ১০ টায় দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক গানের উদীয়মান জনপ্রিয় কণ্ঠশিল্পী জনিরাজ (১৫) ডাকাতের গুলিতে নিহত হয়েছে। গতকাল রাতে প্রোগ্রাম করে বাড়ি ফেরার পথে ঈদগড় হিমছড়ি নামক স্থানে ডাকাতরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁনগাও মাছভান্ডারী পরিষদের সাধারণ সম্পাদক ও আকাশ তারা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পী মীর মোহাম্মদ রমযান (এম এম আর পি)। এদিকে জনির অপ্রত্যাশিত মৃত্যুতে চট্টগ্রামসহ দেশের বাউল শিল্পী জগতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে জনি রাজের অকাল মৃত্যুতে ঈশ্বরদীর স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপি মিউজিক একাডেমি, ডিডিপি বাউল সম্প্রদায়,ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পী গোষ্ঠী, ডিডিপি খয়ের বাড়িয়া বাউল শিল্পী গোষ্ঠী ও ডিডিপি গুরু আশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার ও শিল্পী জনাব এস এম রাজা জনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জনির বিদেহী আত্মার শান্তি কামনাসহ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। ওদিকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গীত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।