কবি কোহিনূর বেগম শিউলি’র প্রথম কাব্যগ্রন্থ প্রকৃতির আনন্দ ধারা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
————
মুনমুন আক্তার।। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’র ১৪৭ তম জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো কবি কোহিনূর বেগম শিউলির প্রথম কাব্যগ্রন্থ প্রকৃতির আনন্দ ধারা’র। আজ ১৫ সেপ্টেম্বর’২৩ সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয় আয়োজিত ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ’উৎসবে অতিথি হিসেবে বক্তৃতা করেন কবি প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ, মরমি কবি ও গীতিকার এডভোকেট আজিজুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ অধ্যক্ষ মাহাতাবউদ্দিন বিশ্বাস, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরোচীফ উৎপল মির্জা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রফেসর ডা: ইফতেখার মাহমুদ। স্বাগত বক্তব্য দেন কবি কোহিনূর বেগম শিউলি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, চ্যানেল আই ও যুগান্তরের পাবনা জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, রাজাপুর বই মেলা ও কুষ্টিয়া লালন একাডেমির আজীবন দাতা সদস্য, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার নাট্যকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহাবুব আলম, বিশিষ্ট গবেষক কবি কলামিস্ট প্রাবন্ধিক ও সংগঠক ড. মনসুর আলম, কবি সরোয়ার জাহান ফয়েজ, সাহিত্যিক ও প্রকাশক মানিক মজুমদার, ডাঃ শাহিন ফেরদৌস সানু, কবি ডাঃ এস আর মুকুল, কবি ও গীতিকার এনামুল হক টগর, কবি কামরুন্নাহার শিল্পী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি জেবুন্নেছা ববিন। প্রচুর সংখ্যক কবি সাহিত্যিক ও সূধী উপস্থিত ছিলেন।