ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে হয়রানী ও মানহানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আব্দুল হামিদের নাতি চঞ্চল আল হাসান। লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত রবিবার ১০ সেপ্টেম্বর রাতে আব্দুর রহমান ও তার ছেলে বিশা মালিথা, জসিম মালিথা, শুকচাঁদ মালিথা সহ মোট নয় জনকে আসামী করে প্রতিপক্ষ আব্দুল হামিদের বড় ছেলে সামছুজ্জামান বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে ভুক্তভোগী পরিবার জানান, প্রতিপক্ষরা শুধুমাত্র আমাদের হয়রানীর উদ্দেশ্যে থানায় এ মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য আক্তারুল ইসলাম জানান, আব্দুর রহমান ও আব্দুল হামিদের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে সমস্যা। গত রবিবার একটা মিথ্যা অভিযোগ থানায় দিলে পুলিশ তা তদন্ত না করে মামলা হিসেবে নিয়েছে। আমি মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজনকে তদন্ত করতে বললেও তিনি তা না করে অভিযোগ মামলা হিসেবে অন্তর্ভূক্ত করেছেন।
স্থানীয় ওয়ার্ড আঃলীগের সভাপতি আব্দুর রহিম মালিথা বলেন, মিথ্যা মামলার কারনে ভুক্তভোগী পরিবার হয়রানীর শিকার হচ্ছে। আমরা শান্তি শৃঙ্খলার জন্য এ ঘটনার সুষ্ঠ তদন্ত চায়।
ভুক্তভোগী আব্দুর রহমানের মেয়ে শিউলী খাতুন জানান, আব্দুল হামিদের স্ত্রী আসমা খাতুন দীর্ঘদিন যাবৎ অসুস্থ। প্রতিপক্ষরা আসমা খাতুন কে হত্যা করে আমাদের ফাঁসাতে চায়। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চায়।
এদিকে, সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন।
এ বিষয়ে আব্দুল হামিদের ছেলে সামছুজ্জামান বলেন, আমার মা আসমা খাতুন কে অমানবিক ভাবে মারপিট করে রক্তাক্ত করে আবার তারাই সংবাদ সম্মেলন ও ঝাড়ু মিছিল করেছে। যাদের মধ্যে শিক্ষার কোনো আলো নেই, তারাই এসব করতে পারে। এখন আর ন্যায় অন্যায় কেউ দেখেনা। যে যা পারে করে নিচ্ছে। উপরে সৃষ্টিকর্তা একজন আছে আমরা তার কাছেই বিচার দিব।