“সাহিত্য ও সংস্কৃতির চর্চা করি, আলোকিত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আলোচনা সভা, সাহিত্য আসর, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২ সেপ্টেম্বর-২০২৩ খ্রি.) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা প্রেসক্লাব গলি রানা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক কবি গল্পকার সুমন সামস্। তিনি বলেন, সাহিত্য চর্চা মনকে বিকশিত করে, কর্মব্যস্ততায় প্রতিযোগিতার মাঝেও সমাজে ভাল মানুষ গড়তে অনুপ্রেরণা যোগায়। শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি গল্পকার ও সাংবাদিক শফিক আল কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শহীদ এম মন্সুর আলী কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. আল আমিন, দৈনিক সিনসা সম্পাদক সহকারি অধ্যাপক এস এম মাহবুব আলম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কবি গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী ও কবি গল্পকার আজিজা পারভীন।
এছাড়াও বক্তব্য দেন সিনিয়র স্কুল শিক্ষক ফজলুর রহমান, দৈনিক স্বতঃকন্ঠ’র বার্তা সম্পাদক শিউলি খাতুন, শিক্ষার্থী তাসফিয়া হোসেন ছামাহা, রাইসা ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কবি ও আবৃত্তিকার মমতাজ রোজ কলি। পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন দৈনিক সিনসা’র বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি গুলশান আরা বেগম, শিশু শিক্ষার্থী শামস্ শাহরিয়ার, মেহনুর মাহবুব আমায়া। এ সময় উপস্থিত ছিলেন ভোরের দর্পনের জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ফজলে রাব্বি ও সুলতান শেখ প্রমুখ।