পদ্মানদী থেকে হাত পা বাঁধা পঁচা দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার
——–
এস এম রাজা।। ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের দাদাপুর পদ্মানদী থেকে হাত পা বাঁধা অবস্থায় পঁচা দুর্গন্ধযুক্ত অজ্ঞাতনামা (৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঈশ্বরদীর লক্ষিকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ।
নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির জানান, ২৬ আগস্ট’২৩ দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাদেকুল সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধারপূর্বক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
তিনি বলেন, লাশটি পঁচে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছিলো। সেখানে শেয়াল কুকুরের মতো জীব জানোয়ারও কাছে ভেড়েনি। কর্তব্য পরায়ন পুলিশ অফিসার সাদেকুল ও তার সঙ্গীয় ফোর্স সকল প্রকার দ্বিধাদন্দ্ব দুর্গন্ধ উপেক্ষা করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার সাদেকুলকে অভিনন্দন জানিয়েছেন। এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে।