ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায়
নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রি ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এরা হলেন, পৌরসভার শরৎনগর বাজারের ব্যবসায়ী আজমত উদ্দিন ও সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ শরিফ।এসময় যেখান থেকে ১৮ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে তা জন সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার শরৎনগর বাজার ও উপজেলার ভেড়ামারার বাজার এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা,থানার সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) আকরামুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার জানান,মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট আইনের ৫(১) ধারা মোতাবেক দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।