যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
——————–
এম এন সরদার।। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা পরিষদ ও প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, ঈশ্বরদী প্রেসক্লাব, বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিলো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শোক র্যালী, মিলাদ ও দোয়ার মাহফিল, খাদ্য বিতরণ, রক্তদান ইত্যাদি।
সকালে স্টেশন রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্ভোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান প্রমুখ নেতৃবৃন্দ।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।
দুপুর ১২ টার দিকে এক বিশাল শোক র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলী মালিথার সভাপতিত্বে
খায়রুজ্জামান বাবু বাসটার্মিনালে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য সাকিবুর রহমান শরীফ কনক, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার প্রমুখ।