ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের যাবতীয় মালামাল সহ ১১ টি ঘর পুড়ে ভস্ম, ক্ষয়ক্ষতি আনুমানিক ১৫ লক্ষ টাকা
———————————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৩ জুলাই’২৩ রাত আনুমানিক সোয়া ১ টার দিকে ঈশ্বরদী উপজেলার প্রত্যান্ত এলাকা লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাজমহল প্রামাণিক নামের এক কৃষকের নগদ অর্থ, আসবাবপত্র সহ ১১ টি ঘর পুড়ে ভস্ম হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকা।
জানা গেছে, উল্লেখিত গ্রামের মৃত মহির উদ্দীন প্রামাণিকের ছেলে তাজমহল প্রামাণিক রাত প্রায় ১১ টার দিকে খাওয়া দাওয়া করে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত্রি সোয়া ১ টার দিকে তারা আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত পরিবার পরিজন নিয়ে ঘরের বাহিরে নিরাপদস্থানে চলে আসে। এসময় আগুন নেভানোর মতো কোন সুযোগ তারা পাননি।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসকে সংবাদ দিলেও শহর থেকে অনেক দূরে হবার কারণে ঘটনাস্থলে পৌঁছার আগেই সবকিছু পুড়ে ভস্ম হয়ে যায়। গ্রিন সিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ স্টেশন ইনচার্জ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রামটি অত্যান্ত দূর্গম এলাকায় এবং যাতায়াতের রাস্তা খুবই সরু হবার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ১ ঘন্টা বিলম্ব হয়। রাত আড়াইটায় ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই ১১ টি ঘর পুড়ে ভস্ম হয়ে যায়।
রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটেছিলো বলে তারা ধারণা করছেন। এদিকে আগুনে পুড়ে ভস্ম হওয়া ঐ পরিবারের প্রায় ১৫ জন সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
এই সংবাদ লিখা পর্যন্ত কোন প্রকার সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা তাদের কাছে পৌঁছায়নি। এবিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দুঃখজনক ঘটনাটি তিনি জেনেছেন এবং সরকারি বিধি অনুযায়ী সাধ্যমত সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী,পাবনা।