পাবনার ঈশ্বরদীতে সোনালী ব্যাংককের ম্যানেজার সাইদুল ইসলাম শিরিন আক্তার নামে এক নারী গ্রাহককে কু প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিরিন আক্তার উপজেলার পৌর শহরের শেরশাহ রোড পূর্ব টেংরী এলাকার রাজিব হাসানের স্ত্রী এবং বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।
ভুক্তভোগী শিরিন জানান, পিতার কল্যান ট্রাস্টের ফরম সাক্ষর করাতে ২ দিন যাবৎ ব্যাংকে ঘুরছিলেন তার মা। তবে নানা অযুহাতে ফরম সাক্ষর না করে তাদের হয়রানী করছিলো ম্যানেজার সাইদুল ইসলাম। গতকাল মঙ্গলবার মায়ের সাথে ফরম নিয়ে ব্যাংকে আসেন শিরিন। ফরম নিয়ে ম্যানেজার রুমে গেলে ফরম সাক্ষর করার এক পর্যায়ে ম্যানেজার সাইদুল ইসলাম তাকে অশালিন ও অশ্লীল কথা বলে কু প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে ফরমে সাক্ষর করবেন না বলেও জানান ম্যানেজার। পরে কৌশলে ফরম সাক্ষর না করিয়ে চলে যান শিরিন। বুধবার আবারো পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংকে আসেন শিরিন। আবারো ফরম নিয়ে ম্যানেজারের রুমে গেলে শরীরের বিভিন্ন অঙ্গকে লক্ষ করে পুনরায় কুরুচিপূর্ণ প্রস্তাব দেয় সাইদুল। এসময় বাসায় গিয়ে শিরিন ও তার ছোট বোনকে মোবাইলে ভিডিও কলও দিতে বলে ম্যানেজার সাইদুল।
এসময় শিরিন ভাষা সংযত করে কথা বলত বললে ম্যানেজার উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে ব্যাংকে উপস্থিত জনতা তাদের থামানোর চেষ্টা করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরে ভুক্তভোগী শিরিন আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঈশ্বরদী অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ব্যাংকে সিসিটিভি ফুজেট দেখে ঘটনার সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এসব বিষয়ে কোনো কথা বলতে রাজি হন নি ব্যাংক ম্যানেজার সাইদুল ইসলাম।