স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী থানার এসআই সুব্রত কুমার ঘোষ গত মে মাসে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পাবনা জেলা পুলিশ সুপার কর্তৃক বিশেষ সম্মাননা স্মারক লাভ করেছেন।
ক্লু লেচ ডাকাতি মামলার রহস্য উদঘাটন, পাঁচ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত স্বর্ণ, রুপা, নগদ টাকা ও মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার করতে সক্ষম হওয়ায় তাকে তার ভালো কাজের স্বীকৃতি এবং উৎসাহিত করার জন্য সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান করা হয়েছে।
গত ১০ জুন’২৩ পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি সন্মাননা ও পুরস্কারের টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোলে কুমার দত্ত, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম , ঈশ্বরদী থানার ওসি অরবিন্দসরকার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ মে রাতে দাশুড়িয়া দাদপুরে একটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা অস্ত্রের মুখে সোনা, রোপা ও নগদ ৯ লক্ষ টাকা নিয়ে যায়। জেলা পুলিশের কর্মকর্তাদের সহোযোগিতায় এসআই সুব্রত ডাকাতি হওয়া টাকা ও মালামালহ ৫ডাকাত গ্রেফতার করে।
এদিকে সন্মাননা ও পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন দৈনিক ইনকিলাব সাংবাদিক,, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপি নিউজ ২৪. কম প্রধান সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেকসভাপতি এস এমরাজা ।