বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপন করলো ডিডিপি সাহিত্য চর্চা কেন্দ্র
——————-
মুনমুন আক্তার।। বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিন উদযাপন করলো ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংস্কৃতি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ডিডিপির অঙ্গ সংগঠন ডিডিপি সাহিত্য চর্চা কেন্দ্র।
আজ ২৫ মে’২৩ ডিডিপির নিজস্ব কার্যালয়ে কেক কাটা, আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় কবির জন্মদিন উদযাপনের জন্য।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবির কর্মময় জীবন সম্পর্কে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন নৌ পুলিশের রাজশাহী জেলা পুলিশ সুপার রুহুল কবির।
ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংসন সম্পাদক, কুষ্টিয়া লালন একাডেমি ও রাজাপুর বই মেলার আজীবন দাতা সদস্য, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডঃ মোঃ আরিফুল শরীফ রাজা, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা সভাপতি বিশিষ্ট কবি সাহিত্যিক গবেষক গল্পকার সংগঠক সমাজ সেবক আসমান আলী, মহেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান শিমুল, লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম, লক্ষিকুন্ডা নৌ পুলিশের অফিসার ইনচার্জ এমদাদুল হক।
ডিডিপির পরিচালক (সংগীত) ওস্তাদ মাসুদ রানা’র সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত থেকে যে সমস্ত কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সূধী শুভেচ্ছা বক্তব্য, প্রতিক্রিয়া ব্যক্ত, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন তারা হলেন যথাক্রমে এস আলমগীর, রেজাউর রহমান পাপ্পু, আসাদুল ইসলাম, শরিফুজ্জামান কুদ্দুস, ইলমাতুল ইসলাম রুপা, নাজিম হোসেন, মাসুদ রানা, এস এম রাজা, বদিউজ্জামান বদি সরদার, মোয়াজ্জেম হোসেন মিন্টু, বজলুর রহমান, আসমান আলী, জাহিদ হোসেন, আনোয়ার হোসেন, এস এম আনিসুজ্জামান বাবু, বীরেন কুমার কর্মকার, আনিসুর রহমান সরকার, হাফিজুর রহমান হাফিজ, আজিম হায়দার, শাহিনুর রহমান সোনা, সৌরভ কুমার দেবনাথ, সুবল কুমার পাল, ঐশিকা পাল, নূরে আলম সিদ্দিক নাহিদ, হাসান মেহেদী, মেহেদী হাসান, ফরিদা ইসলাম, মোন্তাজ আলী, হৃদ রহমান, শান্ত ইসলাম, ফজলুল হক, মুনমুন আক্তার, রূহানী ইসলাম প্রমুখ। তবলায় সংগত করেন মহন হাসান ও জিএম।
এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়। প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও সন্ধ্যা থেকে রাত্রি সাড়ে ১১টা পর্যন্ত প্রাণবন্ত এই অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথি ও সূধীজনরা আন্তরিক ভাবে উপভোগ করেন। সর্ব মহলে ডিডিপির আয়োজন প্রশংসিত হয়।