সংবাদ সম্মেলনে উত্থাপিত অর্থ আত্মসাৎ-এর অভিযোগের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
—————–
এস এম রাজা।। মেসার্স মা ডেইরি ফার্ম, মিতি ইলেক্ট্রনিক্স ও কাবির ডেইরি ফার্মের পরিচালক হুমায়ুন কবির শাহান ও তার পরিবার কর্তৃক গত ১৩ মে’২৩ আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে আজ ১৫ মে’২৩ ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মোঃ আশিকুর রহমান মন্ডল ও মোঃ মাহবুবুর রহমান শিমুল।
সংবাদ সম্মেলনে আশিক ও শিমুল লিখিতভাবে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আশিক রহমান বলেন, আত্মীয়তার সুবাদে উল্লেখিত ফার্মে বেতনভুক্ত কর্মচারী হিসেবে আমি সামান্য বেতনে চাকরি করতাম। এ বেতন আমার জন্য বর্তমান বাজারদর অনুযায়ী যথেষ্ট ছিলো না। আমি এই চাকরি ছেড়ে দেয়ার কথা বারবার জানালেও নানা কৌশলে আমাকে চাকরি করতে বাধ্য করার চেষ্টা করা হতো। অতি সম্প্রতি আত্মীয়তার সূত্র ধরে তাদের বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাদা কাগজে স্বাক্ষর করে নেয় এবং পরবর্তীকালে ২ কোটি টাকা পাবে বলে মিথ্যা দাবী করছে।
শাহান ও তার পরিবার আমাদের নানা ভাবে হয়রানি করছে। তিনি বলেন, আমি চাকরি ছেড়ে আলাদা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করছি দেখে শাহান ও তার পরিবারের গাত্রদাহ শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির শাহান ও তার পরিবারের এই ধরনের হীন ষড়যন্ত্র ও মানসিক নির্যাতন বন্ধের দাবী জানানো হয় অন্যথায় আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে আশিক ও শিমুলের অভিভাবকরা উপস্থিত ছিলেন।