ফলোআপ –
অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লো ঈশ্বরদীতে কথিত স্বামীর পেট্রোলের আগুনে পোড়া স্ত্রী হ্যাপী
—————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। প্রায় ৯২ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ ১২ মে’২৩ সকাল ৮টায় নির্মম মৃত্যুর কাছে পরাজিত হলো কথিত স্বামীর পেট্রোলের আগুনে পোড়া স্ত্রী নিলুফা ইয়াসমিন হ্যাপী (২৫)।
চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সে মৃত্যু বরণ করে।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির হ্যাপীর মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৮ মে’২৩ দুপুর ১ টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতা পাড়া গরু হাটায় রানার চায়ের দোকানের সামনে কথিত স্বামী ওই এলাকার রমজান সরদারের ছেলে রনি (৩০) বাক বিতন্ডা ও উত্তেজনার এক পর্যায়ে হ্যাপীর শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে হ্যাপীর সমস্ত শরীর পুড়ে ঝলসে যায়। তাকে উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় পাবনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে হ্যাপীর শারীরিক অবস্থার চরম অবনতি হলে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮ টায় হ্যাপী মৃত্যু বরণ করে।
জানা গেছে, প্রায় ৪ বছর আগে নেত্রকোনা জেলার উলুকান্দার আব্দুল লতিফ আকন্দের কলেজ পড়ুয়া মেয়ে নিলুফা ইয়াসমিন হ্যাপীর ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হয় রনি সাথে। এই সুবাদে হ্যাপী ঈশ্বরদীর রূপপুরে বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করতো। এখান থেকে মাঝে মাঝে হ্যাপী নেত্রকোনায় যাতায়াত করতো।
ভাড়া করা বাসায় থাকতে আপত্তি করায় এবং রনির নিজ বাড়িতে অবস্থান করে বসবাসের দাবী করায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রনির স্ত্রী এবং সন্তান থাকায় নিজ বাড়িতে হ্যাপীকে স্থান দেয়ায় ঘোর আপত্তি ছিলো তার।
ঘটনার দিন রূপপুরের ভাড়া করা বাসা থেকে প্রায় ৮/১০ কিলোমিটার দূরে আওতা পাড়ায় হ্যাপী গিয়ে উপস্থিত হলে রনি ক্ষিপ্ত হয়ে ওঠে। বাক বিতন্ডা, ঝগড়াঝাটি ও উত্তেজনার এক পর্যায়ে রনি হ্যাপীর শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
তারা স্বামী-স্ত্রী দাবী করে লোকজনের কাছে পরিচয় দিলেও এসংবাদ লিখা পর্যন্ত তাদের বিয়ের কোন বৈধ কাগজপত্র থানা পুলিশের হাতে উপস্থাপন করতে পারেনি।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির জানিয়েছেন। ময়নাতদন্তের পর নিহত নিলুফা ইয়াসমিন হ্যাপীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
অন্যদিকে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, এব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে এবং ইতিমধ্যেই আসামি রনিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া অব্যহত রয়েছে এবং দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, চাঞ্চল্যকর এসংবাদটি গুরুত্বের সাথে ডিডিপি নিউজ ২৪.কম এ প্রকাশিত হয়েছে।