ঈশ্বরদীতে ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ যুবকের ৩০ হাজার টাকা জরিমানা
————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীর দাশুড়িয়াতে ইভটিজিং এর দায়ে ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরা হচ্ছে দাশুড়িয়া বিডি ক্রিয়েশনের শ্রমিক মাসুদ (২০), রানা (২২) ও শামীম (২৩)। তাদের ৩ জনেরই বাড়ি পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামে।
জানা গেছে, গতকাল ৪ মে’২৩ সকাল সাড়ে ৮ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দাশুড়িয়া এমএম হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে তারা আজেবাজে কথা বলে ইভটিজিং করতে থাকে।
তারা ঐ ছাত্রীর কাছে মোবাইল নাম্বার চাই কিন্তু নাম্বার না দিয়ে নিশ্চুপ থাকায় ঐ তিন বকাটে যুবক ইভটিজিং এর মাত্রা বাড়িয়ে দেয়। এসময় ঐ ছাত্রী ভয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করে।
পরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহাসিন কবীর ঘটনাস্থলে গিয়ে প্রত্যেকের ১০ হাজার টাকা নির্ধারণ পূর্বক মোট ৩০ হাজার টাকা আদায় করে তাদের ছেড়ে দেন। এব্যাপারে টিএম রাহাসিন কবীরকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।