পাবনায় শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
পাবনা সংবাদদাতা।।
গত ২৯ এপ্রিল দুপুরে পাবনা সদর থানাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে ঘরবাড়ী আম লিচু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তদের অনেকেই জানিয়েছেন, বিগত ১৫ বছরের মধ্যে এতো শিলা বৃষ্টিসহ ঝড়ের তান্ডব তারা দেখেননি। এই ক্ষয়ক্ষতির ফলে এ বছর মৌসুমি ফলের জোগান কম হবে বলে ধারনা করা হচ্ছে। অন্যদিকে মূল্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে শতভাগ। বেসরকারি আবহাওয়া অফিস বিওডাব্লুটি এর এক বিবৃতিতে বলা হয়েছে দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি আরও দুই তিন দিন থাকতেপারে।