স্টাফ রিপোর্টার :ঈশ্বরদী ও আটঘরিয়ার ৫৫ জন রোগীর চিকিৎসার জন্য ২৭ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পাবনা-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে আনুষ্ঠানিক ভাবে
ক্যন্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মধ্যে এই চেক বিতরণ করা হয়েছে।
ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং
রোগিদের হাতে চেক তুলে দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, মহিলা
ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা। এ সময় আটঘরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার মোট ৫৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা হিসেবে মোট ২৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক চেক
প্রদান করা হয়। এর মধ্যে ঈশ্বরদীর ৩৯ ও আটঘরিয়া উপজেলার ১৬ জন।