ঈশ্বরদীতে কৃষি শ্রমিক ও বাউল শিল্পী ইলিয়াস হোসেনের রহস্য জনক মৃত্যু
————-
মুনমুন আক্তার।। ঈশ্বরদীতে কৃষি শ্রমিক, সাংস্কৃতিক কর্মী ও বাউল শিল্পী ইলিয়াস হোসেন (৩৯)’র রহস্য জনক মৃত্যু ঘটেছে। ঈশ্বরদী থানা পুলিশ গেঞ্জি পরিহিত ও লুঙ্গি কাছামারা উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তার লাশ আজ সকালে উদ্ধার করেছে।
সে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর আমসের দাইড় গ্রামের মৃত নুরুজ্জামান প্রামাণিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ২৩ এপ্রিল’২৩ রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে যায় ইলিয়াস। এরপর আর ফিরে আসেনি। গভীর রাত অবধি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে নিস্ফল মনোরথে ফিরে আসে।
আজ ২৪ এপ্রিল’২৩ ভোরের দিকে একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের লিচু বাগানে মৃত অবস্থায় তার লাশ পড়ে আছে মর্মে সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং তার নাক দিয়ে রক্ত ঝড়তে দেখে। কে বা কারা তাকে মারধর করে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে।
এদিকে এব্যাপারে ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসিরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নিহত ইলিয়াস হোসেন কর্মজীবনে একজন কৃষি শ্রমিক হলেও সে ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পীগোষ্ঠীর একজন সক্রিয় সদস্য ও শিল্পী। তার এই অপ্রত্যাশিত মৃত্যুতে ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংসন সম্পাদক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই অপ্রত্যাশিত মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোড় আহবান জানিয়েছেন।