ঈশ্বরদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত – ২
মামলা দায়ের, গ্রেফতার – ১
——————————————–
এস এম রাজা।। আজ ১১ মার্চ’২৩ বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছে যুবলীগের দুই কর্মী। এরা হচ্ছে ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরী আমবাগান এলাকার মৃত মজনু হোসেন মিয়ার ছেলে পল্লব হোসেন ওরফে ডন পল্লব (৩৫) ও মৃত আব্দুর রশিদের ছেলে সেলিম (৩৩)। আহতদের মধ্যে পল্লবের অবস্থা আশংকাজনক। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা গেছে, আনুমানিক বিকেল সাড়ে ৫ টার দিকে পল্লব ও সেলিম ব্যক্তিগত কাজে শহরের ফতেমোহাম্মদপুর রেল হাসপাতাল মোড়ে পৌঁছালে
একদল স্বশস্ত্র দূর্বৃত্ত তাদের ওপর নির্মমভাবে হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে পল্লবের পেটে ছুরি ঢুকিয়ে দেয়া হয় এবং পিঠে চাপাতি দিয়ে আঘাত করা হয়। ছুরিকাঘাতে পল্লবের ভুঁড়ি বের হয়ে আসে। এসময় বাঁধা দিতে গেলে সেলিমকেও ছুরিকাঘাত করলে তার হাত কেটে যায়। এঘটনার পরপরই দূর্বৃত্তরা স্থান ত্যাগ করলে ভিক্টিমের লোকজন উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পল্লবের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেলিমকে ছেড়ে দেয়া হয়। এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই আবুল কাশেম লোলো (৩৫) নামক একজনকে এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার ও ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর রউফ খান ঘটনার সত্যতা স্বীকার করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন।