ঈশ্বরদীতে মাহবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চ নির্মাণের দাবীতে শিল্পী কুশলীদের সমাবেশ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে ভাষাসৈনিক মাহবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চ নির্মাণের দাবীতে গানে গানে সমাবেশ করেছে শিল্পী কুশলীরা।
মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে ঈশ্বরদীর একমাত্র মুক্তমঞ্চটি ভাঙ্গার প্রতিবাদ করেছে সকলে মুক্তমঞ্চের পাদদেশে এই সমাবেশ করে। এসময় গণসংগীতে প্রতিবাদে সামিল হন ডিডিপি মিউজিকের চেয়্যারম্যান এস এম রাজা, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ই. ম শহীদুল হক, রূপপুর সংগীত একাডেমির মাসুদ রানা, সূর ও বাণীর পরিচালক তসিবুর রহমান রিপন, শিল্পী আব্দুস সাত্তারসহ সাংস্কৃতিক কর্মিরা।
নাগরিক কমিটির অন্যতম সদস্য, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে সমাবেশে সংহতি প্রকাশ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি. এম ইমরুল কায়েস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মুরাদ আলী মালিথা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মঞ্জু চৌধুরী, রশিদুল আলম বাবু, মাহবুব আহমেদের সন্তান জি এম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাতেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ঈশ্বরদির সম্পাদক সেলিম সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা ও যুগ্ম আহবায়ক সজিব মালিথা প্রমূখ।
এসময় প্রতিবাদ কারীরা গানে গানে তাদের প্রতিবাদ সভাকে আরো বেগবান করে ঈশ্বরদী বাসীর প্রাণের দাবিকে পূরণের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের কথা বলেন শিল্পীরা।
ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সার্বিক তত্ত্বাবধায়নে সমাবেশ পরিচালনা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু। এসময় জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক উপস্থিত ছিলেন।