বাঁশেরবাদা মহাশ্মশানে বাৎসরিক বারোয়ারী কালী পূজা অনুষ্ঠিত
————-
মুনমুন আক্তার।। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশের বাদা মহাশ্মশান শ্রী শ্রী কালী মন্দিরে দুই দিন ব্যাপী বাৎসরিক বারোয়ারী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।
২১ ও ২২ জানুয়ারি’২৩ দু’দিন ব্যাপী অনুষ্ঠিত কালী পূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময়, নাম কীর্তন ও ভক্ত সেবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সন্মানিত সদস্য তৌফিকুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার চক্রবর্তী।
শ্মশান ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা শ্রী যুধিষ্ঠির কর্মকার, সাধারণ সম্পাদক বরুণ রায়, সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, সহসম্পাদক ইন্দ্রজিৎ রায়, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক নবকুমার সরকার প্রমুখ।
দু’দিন ব্যাপী নাম কীর্তন শ্রবণ ও সেবা গ্রহণে গ্রাম প্রধান ও প্রায় দেড় হাজার ভক্ত সুধী উপস্থিত ছিলেন।