ঈশ্বরদীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মো. মুশফিকুর রহমান।।
পাবনার ঈশ্বরদী পৌর শহরের থানা পাড়ার বাসিন্দা
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু’র নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুর সোয়া ২টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে মরহুমের জানাজা নামাজ শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি আজ (১৯ জানুয়ারী) ভোর ৫টা ৩০মিনিটের সময় নিজ বাড়িতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, নাতি, নাতনিসহ আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম ফান্টু ঈশ্বরদী পৌর সভার সাবেক কমিশনার, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক,ঈশ্বরদী প্রেসক্লাবের মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক,ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ সভাপতি ও মুক্তি যুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ছিলেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) অফিসার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টি. এম. রাহসিন কবীর এর নেতৃত্বে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার উপস্থিতিতে জেলা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার সন্মানে গার্ড অব অনার প্রদান করেন । এসময় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর মরদেহে সন্মান প্রদর্শন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন পত্রিকার সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মিশুক প্রধান, ঈশ্বরদী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ মহসিন, ঈশ্বরদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বীর বাংলা পত্রিকার সম্পাদক ওহেদুজ্জামান টিপু, দৈনিক ভোরের দর্পন পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সালাউদ্দীন আহমেদ, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাত বিশ্বাস লালন, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জীবন, সংবাদ ভূমি সম্পাদক খালেদ মাহমুদ সুজন, এশিয়ান টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি মোঃ রাসেল আলী, দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি জাহিদুল ইসলাম নিক্কন, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক ভোরের সময় পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মোঃ মুশফিকুর রহমান, দৈনিক আনন্দবাজার পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি তুহিন হোসেনসহ মুক্তি যোদ্ধা সংসদের সদস্য বীরমুক্তি যোদ্ধা গন, ঈশ্বরদীর রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।